Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

ক্রঃ

সেবার নাম

সেবার সংক্ষিপ্ত বিবরণ

সময়সীমা

কর্তব্যরত কর্মকর্তারনাম ও পদবী

(১)

(২)

(৩)

(৪)

(৫)

১৷

বৃত্তিমূলক প্রশিক্ষণকার্যক্রম

বিভিন্ন ধরনের আয় বর্ধক বৃত্তিমূলক ওব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদেরআত্নকর্মসংস্হানের ব্যবস্হা করা৷ জেলা ওউপজেলা পর্যায়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণযেমন- এম্ব্রয়ডারী, সেলাই প্রশিদণ, ব্লকবাটিক, গবাদি পশু পালন, মৎস চাষ,শাক-শব্‌জি চাষ বৃক্ষ রোপন ইত্যাদিবিষয়ক প্রশিক্ষণ

আবেদনের পর ১৫(পনের) দিনেরমধ্যে

জেলা /উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা

২৷

আর্থ-সামাজিক উন্নয়নও সামাজিক সুরক্ষাকর্মসূচি

ভিজিডি কর্মসূচির আওতায়  দরিদ্রসীমারনীচে বসবাসকারী মহিলাদের খাদ্যনিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধককর্মসূচিতে তাদের জড়িত করণ৷ এইকার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারীমহিলাদের ক) দুই বছর ধরে খাদ্য ওআর্থিক সুবিধা প্রদান করা হয়৷ খ)আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণদেয়া হয়৷ গ) ভিজিডি চক্র শেষেপ্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদানকরা হয়৷

০৬ (ছয়) মাস

জেলা /উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা

৩৷

 

দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতাকর্মসূচির অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতীমায়েদের মাসিক ৩০০ টাকা হারে দুইবছর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদানকরা হয়৷ তাছাড়া সন্তান প্রসবের পর মাও শিশুর স্বাস্হ্য পরীক্ষা করা হয়৷

০২ (দুই) মাস

জেলা /উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা